cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট মেট্রোপলিটন পু’লিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফের কঠোরতায় নগরের আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ প্রায় নিয়ন্ত্রণে আসছে। তবে এসএমপির দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থা’নাধীন এলাকায় এখন চলছে পতিতাবৃত্তি।
জানা গেছে, এসএমপির কোতোয়ালী থা’নাধীন বন্দরবাজার, তালতলা ও মোডিকেল রোড এলাকার আবাসিক হোটেল গুলোতে পতিতাবৃত্তি বন্ধ করে দিয়েছিলো পু’লিশ। এর মধ্যে গো’পনে পু’লিশের চোখ ফাকি দিয়ে মোডিকেল রোডের হোটেল রজনীগন্ধা ও পংকি আবাসিক হোটেলে চলছে অসামাজিকতা।
কিন্তু দক্ষিণ সুরমায় এখনো প্রকাশ্যে চলছে অসামাজিকতা। দক্ষিণ সুরমা কদমতলী সাউথ সিটি হোটেলের পিছনে এক সাংবাদিকের কলোনি ভাড়া নিয়ে পতিতা দালাল খলিল চালিয়ে যাচ্ছে রম’রমা বাণিজ্য। এরমধ্যে তার বাসা থেকে এক পতিতা নিয়ে হোটেল তিতাসে ব্যবসার জন্য তোলা হয়। এমন সংবাদ পেয়ে কদমতলী পু’লিশ ফাঁড়ির সদস্যরা অ’ভিযান চালিয়ে খদ্দের সহ ওই পতিতা নারীকে আ’ট’ক করেন। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থা’নাধীন কদমতলী পু’লিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকন আ’ট’কের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মোগলাবাজার থা’নাধী নাইম সিএনজি পাম্পের বিপরীত দক্ষিণ পাশে জামাল মিয়ার কলোনিতে দালাল টিটু গড়ে তোলেছে বিশাল পতিতালয়। এই কলোনি থেকে কিছু দিন আগে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আ’ট’ক করেছে আলমপুর পু’লিশ ফাঁড়ির সদস্যরা। তবে মোগলাবাজার থা’নার ওসি সাংবাদিকদের জানান, এই এলাকা দক্ষিণ সুরমা থা’নার। দক্ষিণ সুরমা বলছে মোগলাবাজারের। সেই সুবাদে সোজোগ কাজে লাগিয়ে জামাল মিয়ার কলোনিতে গড়ে উঠেছে পতিতাবৃত্তির সাম্রাজ্য। স্থানীয় বাসিন্দারা বলছেন এই এলাকা মোগলাবাজার থা’নাধীন। তাদের এলাকার পরিবেশ ও যুবসমাজ নষ্ট করছে এই কলোনী। তারা কলোনী মালিকের ভ’য়ে প্রতিবাদ করছেন না।