সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রপ্তানিযোগ্য গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি ‘পার্টনার’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের অধীনে আয়োজিত এই প্রশিক্ষণে ৭০ জন কৃষক ও কৃষাণীসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (সিলেট) নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন।

সভায় জানানো হয়, সরকারিভাবে বাংলাদেশ থেকে পাঁচটি ফল ও দশটি সবজিকে রপ্তানিযোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এসব পণ্য গুণগতভাবে উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব ও সহসভাপতি খলিলুর রহমান।

আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষম কৃষিপণ্য উৎপাদনই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: