cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার :
প্রবীণ রাজনীতিবিদ ও মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব আর নেই। তিনি বুধবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি অসুস্থ অবস্থায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউ-তে ছিলেন। তিনি কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাযা বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ২টা ৩০ মিনিটের সময় জেলা শহরের শাহ মোস্তফা রোড সংলগ্ন মৌলভীবাজার টাউন শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
জামায়াত আমীরের আবেগঘন শোক :
দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, সিরাজুল ইসলাম মতলিব এর সাথে আমাদের অনেকেরই দীর্ঘ স্মৃতি জড়িয়ে আছে। এমন একজন মানুষ যার মুখের দিকে তাকালেই অন্তরে প্রশান্তি অনুভব করা যেত। হাজারো মানুষকে নিজের প্রজ্ঞা, দরদ এবং ভালোবাসা দিয়ে মহান আল্লাহর দিকে আজীবন দাওয়াত দিয়ে গেছেন। ইক্বামাতে দ্বীনের একজন বলিষ্ঠ দায়িত্বশীল হিসেবে দুনিয়ার কোন কিছুর দিকে তিনি পিছনে ফিরে তাকাননি।
আল্লাহ রাব্বুল আলামীন শ্রদ্ধেয় প্রিয় মতলিব ভাইয়ের ওপর রহম করুন, গুনাহখাতা ক্ষমা করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। বাকি সফরে আল্লাহ তা’য়ালা রহমতের ফেরেশতাদেরকে তাঁরসঙ্গী বানিয়ে দিন এবং সর্বোপরি প্রিয় মতলিব ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
মরহুমের আপনজন, প্রিয়জন ও সহকর্মী সবাইকে আল্লাহ তা’য়ালা উত্তম সবর করার তাওফিক এনায়েত করুন। আমিন।
এড. জুবায়েরসহ সিলেট জামায়াতের শোক:
প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- বৃহত্তর সিলেট তথা মৌলভীবাজারের কৃতি সন্তান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা আমীরের দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। আর্ত মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীলকে হারালাম। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
মৌলভীবাজার জেলা জামায়াতের শোক :
মৌলভীবাজার জেলার সাবেক আমীর, প্রবীণ রাজনীতিবিদ, লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব এর ইন্তেকালে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী এক যুক্ত বিবৃতিতে হৃদয়ের সমস্ত শ্রদ্ধা ও আবেগ উজাড় করে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন,অমায়িক ব্যবহারের অধিকারী মৌলভীবাজার জেলার ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের এ খাদেমকে আল্লাহ কবুল করুন, মহান আল্লাহ তা’য়ালা মাফ করুন, ক্ষমা করুন ও রহম করুন। আজীবন ইসলামের বিরাট এ খেদমতকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাক্বাম দান করুন।দেশে ও প্রবাসে অবস্থানরত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন এবং দ্বীনের পথের সহযাত্রীদের সাবরে জামিল দান করুন।