cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ ক্যারিয়ারের প্রথম অস্কার পাচ্ছেন ৩৫ বছর পর। ‘মিশন ইম্পসিবল’ খ্যাত এই তারকা এতদিন চারবার অস্কার মনোনয়ন পেলেও কখনও পুরস্কার জিততে পারেননি। এবার তাকে গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্কার অ্যাকাডেমি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘‘এই বছরের গভর্নরস অ্যাওয়ার্ডস চারজন সেরা মানুষকে তাদের অসাধারণ ক্যারিয়ার এবং বিনোদন জগতে অবদানের জন্য সম্মানিত করবে।’’
টম ক্রুজ ছাড়াও সম্মানসূচক অস্কারের তালিকায় রয়েছেন কোরিওগ্রাফার ডেবি অ্যালেন, ‘ডু দ্য রাইট থিং’ সিনেমার প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং সংগীতশিল্পী ডলি পার্টন।
এর আগে টম ক্রুজ ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। ‘ম্যাগনোলিয়া’ ছবিতে সহ-অভিনয়ের জন্যও তার নাম ছিল মনোনয়নের তালিকায়। এমনকি ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য তিনি প্রযোজক হিসেবে সেরা ছবির বিভাগেও মনোনীত হয়েছিলেন।
অনেকে মনে করছেন, চলচ্চিত্রে নিজের স্টান্ট নিজেই করে টম ক্রুজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা এই সম্মাননার অন্যতম কারণ।