সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাবার প্রচেষ্টা চালাতে হবে”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবার প্রচেষ্টা চালাতে হবে। লক্ষ্য রাখতে হবে শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলা এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চারও ব্যাপক প্রয়োজন রয়েছে।

সানি হিল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। বৃহস্পতিবার (২২ মে ) সকালে সানি হিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানা চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডিরেক্টর আহমেদ মাহবুব ফেরদৌসী, সানি হিল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য এডভোকেট আলীম উদ্দিন পাঠান, সদস্য এ কে এম বদরুল আমীন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসাইন।

ড. সাজেদুল করিম চৌধুরী আরো বলেন, ক্রীড়া, শিল্প-সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এজন্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানে ওয়েলকাম সং পরিবেশন করেন স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনির ছাত্রীরা।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: