সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে মাত্র ৪ টাকায় ঈদের বাজার

স্টাফ রিপোর্টার ::

সিলেটে চা শ্রমিকদের মুখে হাসি ফোটাতে ‘ক্লিন সিটি সিলেট’ ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর দলদলি চা বাগানে মাত্র ৪ টাকার বিনিময়ে চা শ্রমিকরা নিজের হাতে হাজার টাকার ঈদের বাজার করতে পেরেছেন।

চা শ্রমিকরা যখন বেতন ও বোনাস না পেয়ে অসহায় অবস্থায় দিনযাপন করছেন, ঠিক তখনই ঈদ উপলক্ষে তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়। কর্মসূচির খবর পেয়ে বিভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা ছুটে আসেন। ৪ টাকা দিয়ে তারা হাসিমুখে চাল, ডাল, আলু, চিনি, পেঁয়াজ, ময়দা, সেমাই, দুধ, সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, “আজকের এই আয়োজন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। যারা কঠোর পরিশ্রম করে আমাদের অর্থনীতিকে সচল রাখেন, তাদের মুখে হাসি ফোটানো সত্যিই গর্বের বিষয়। মাত্র ৪ টাকায় ঈদ সামগ্রী বিতরণ কেবল বাজার নয়, এটি ভালোবাসা ও সহযোগিতার প্রতীক। আমি সমাজের বিত্তবানদের আহ্বান জানাই, যেন তারা পিছিয়ে পড়া মানুষের জন্য এমন মানবিক কাজে এগিয়ে আসেন।”

সিলেট ভয়েস-এর প্রকাশক সেলিনা চৌধুরী বলেন, “ক্লিন সিটি সিলেটের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা আরও প্রসারিত হওয়া উচিত। সমাজের সবাই যদি এগিয়ে আসে, তবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ অপু-এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল লতিফ-এর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জয়ন্ত কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, লজিস্টিক সম্পাদক তারেক রহমান, সদস্য সচিব জোবায়ের, নাসির, ফাহিম, বাবুল, রবিউল, ইব্রাহিম, মারুফ, রাজিব, নাশিদ, সাবের জান্নাত প্রমুখ।

এ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: