![]()


সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ আনন্দের দিনে আমি সিলেটবাসীসহ বিশ্বের সকল প্রবাসী ভাই-বোন এবং জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “বর্তমান বিশ্ব এক সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, দেশও নানা পরিবর্তনের মুখোমুখি। এই সময়ে আমাদের একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা বিভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমতার বাংলাদেশ গড়ার জন্য একযোগে কাজ করি।”
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীকে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।-বিজ্ঞপ্তি