সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিসচা বড়লেখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি::

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক মো. নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সিনিয়র সদস্য আব্দুল হক ও জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ এবং কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, শাকিল আহমদ, জালাল আহমদ, প্রবিন্স সুচিয়াং, রাহেল আহমদ, উবায়েদ উল্লাহ, কবির আহমদ, মজনুর রহমান, আলমগীর হোসেন চৌধুরী, আদম আলী প্রমুখ।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে চলতি মাসজুড়ে জনহিতকর নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, নিসচা প্রতিষ্ঠাতার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবারও কেক না কেটে সেই অর্থ জনহিতকর কার্যক্রমে ব্যয় করার নির্দেশনা দেন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখা মাসব্যাপী বিভিন্ন সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়।

কর্মসূচির মধ্যে রয়েছে–
র‍্যালি ও সমাবেশ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, সওজ অধিদপ্তরে স্মারকলিপি প্রদান, শিক্ষার্থী সচেতনতামূলক সমাবেশ, সড়ক সংস্কার, রোড সাইন ও জেব্রা ক্রসিং স্থাপন, সতর্কতামূলক ফলক দৃশ্যমানকরণ, কুইজ প্রতিযোগিতা, জাহানারা কাঞ্চন স্মৃতিপদক প্রদান, স্বেচ্ছায় রক্তদান, এবং সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য দোয়া মাহফিলসহ আরও বিভিন্ন জনকল্যাণমূলক আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: