সর্বশেষ আপডেট : ৩২ মিনিট ৪৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দক্ষিণ সুরমায় জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাংচুর ও হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ::

সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের বাসিন্দা এখলাছ উদ্দিন তার মৌরসী সম্পত্তি রক্ষার চেষ্টায় চরম হয়রানি ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। বুধবার (২৫ জুন) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এখলাছ উদ্দিন জানান, স্থানীয় জামায়াত কর্মী মুক্তার হোসেনের আশ্রয়ে থাকা আওয়ামী লীগ কর্মী খালিক আহমদ ও তার ছেলে যুবলীগ ক্যাডার সাহেদ আহমদ তার উপর কয়েকবার হামলা চালিয়েছে এবং বাড়িঘরে ভাংচুর চালিয়েছে। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনও করা হয়েছে।

তিনি লিখিত বক্তব্যে বলেন, পারিবারিকভাবে তারা দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে ফয়সল আহমদ ও ফলিক আহমদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে জড়িত। এ নিয়ে তার পিতা সমছু মিয়া আদালতে স্বত্ব মোকদ্দমা দায়ের করেছেন। ফয়সল দেশের বাইরে থাকায় স্থানীয়ভাবে প্রভাবশালী খালিক আহমদ ও তার ছেলে সাহেদকে ব্যবহার করে তার উপর দমনমূলক তৎপরতা চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ২০২১ সালে বাড়ির পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলে খালিক-সাহেদ চক্র তার নিকট চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়, ভাংচুর ও লুটপাট করে। এতে তার স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন।

পরবর্তীতে চলতি বছরের ৪ এপ্রিল আবারো তার উপর হামলা চালানো হয় বলে জানান তিনি। এ ঘটনায় তার ছেলে কামরান উদ্দিন তানজু মোগলাবাজার থানায় মামলা করেন, যার আসামি করা হয়েছে জামায়াত নেতা মুক্তার হোসেন, আওয়ামী কর্মী ছবিল মিয়া, জুবেল মিয়া ও তাদের সন্তানদের।

এছাড়া, ১১ মে ও ২৩ মে তার বাড়ির সামনে গিয়ে অভিযুক্তরা গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগ করেন এখলাছ উদ্দিন। একই মাসে তারা তার ফিসারিতে গিয়ে মাছ ধরতে বাধা দেয় এবং বৈদ্যুতিক লাইন কেটে দেয় বলেও জানান তিনি। এসব ঘটনার পর তিনি থানায় একাধিক সাধারণ ডায়েরি করেছেন।

সংবাদ সম্মেলনে এখলাছ উদ্দিন দাবি করেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগপন্থী একটি প্রভাবশালী চক্র তার ওপর নানা নির্যাতন চালিয়ে যাচ্ছে। ২০২১ সালে তিন উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা বিরোধ মীমাংসার উদ্যোগ নিলেও প্রতিপক্ষরা তা মেনে নেয়নি।

তিনি এসব নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এবং দাবি করেছেন, খালিক আহমদের সংবাদ সম্মেলন উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: