cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কোম্পানীগঞ্জ সংবাদদাতা ::
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় ভূখণ্ডে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের (২৩) মরদেহ এক দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২০ জুন) দুপুর ১টার দিকে বাংলাদেশ-ভারতের কোম্পানীগঞ্জ সীমান্তের জিরো পয়েন্টে মরদেহটি হস্তান্তর করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফ—দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভারতের পিনারসালা থানা পুলিশ জাকারিয়ার মরদেহটি উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের স্থানটি দুর্গম হওয়ায় এবং পিনারসালা থানা দূরে থাকায় হস্তান্তরে বিলম্ব হয়।
নিহত জাকারিয়া আহমদ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছেই একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
এ ঘটনায় জাকারিয়ার চাচা গিয়াস উদ্দিন কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বিজিবি জানায়, পারিবারিক সমস্যার কারণে জাকারিয়া আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সীমান্ত নিরাপত্তা ও যুবকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।