সর্বশেষ আপডেট : ৭ মিনিট ৪৮ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিআইডি পরিচয়ে শিক্ষক অপহরণের চেষ্টা, দুই প্রতারক আটক

নবীগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিআইডি পরিচয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অপহরণের চেষ্টাকালে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রতন দাশের বাড়িতে মোটরসাইকেলযোগে এসে দুই ব্যক্তি নিজেদের সিআইডির সদস্য পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে থানায় নেওয়ার হুমকি দেয়। তারা অভিযোগ করে, পলাশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

শিক্ষক পলাশ জানান, “তারা প্রথমে জানতে চায় আমি জয়ন্ত সরকার নামে কাউকে চিনি কি না। এরপর বলে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি পরিচয় দিলে বলে, আপনি আওয়ামী লীগ করেন, তাই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের ধরে ফেলে।”

স্থানীয়দের কাছে পরিচয়পত্র দেখাতে না পারায় সন্দেহ বাড়ে। পরে তাদের কুর্শি ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় এবং ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে নবীগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুই প্রতারককে হেফাজতে নেয়।

আটক দুই ব্যক্তি পরস্পরবিরোধী পরিচয় দেয়। একজন কখনও নিজেকে বি-বাড়িয়ার সরাইল থানার বণিকপাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে মহিবুর রহমান পান্না (৪২) বলে পরিচয় দেয়, আবার বলে সে আগে হিন্দু ছিল, নাম ছিল নরোত্তম, বাবার নাম হেমন্ত। অপরজন নিজেকে সুনামগঞ্জ জেলার পার্বত্যপুর গ্রামের মনাফ মিয়ার ছেলে আমির হোসেন (৪০) দাবি করে।

তাদের কাছ থেকে একটি রানার ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মানিব্যাগ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে তাদের সঙ্গে সিআইডি পরিচয়ের কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, প্রতারক চক্র এখন নতুন কৌশলে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: