cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ত্যাগ, ভালোবাসা ও সৌহার্দ্যের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা বিএনপির সভাপতি ও গণমানুষের প্রিয় নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ঈদের তাৎপর্য তুলে ধরে শান্তি, কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
রবিবার (৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুরে অবস্থিত নিজ বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, “ঈদ কেবল আনন্দ বা উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির মহান শিক্ষা দেয়। এই চেতনা আমাদের একটি মানবিক ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সমাজ গঠনে অনুপ্রাণিত করে। আসুন, আমরা ঈদের এই ত্যাগের আদর্শ ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এগিয়ে যাই।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে—মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। ঈদের এই মহৎ শিক্ষা আমাদের ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।”
ঈদের এই মিলনমেলায় সিলেট জেলা, উপজেলা ও থানা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন।
আলোচনায় কাইয়ুম চৌধুরী বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।”
অনুষ্ঠান শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই আগামীর পথ দেখাবে। ঈদের এই চেতনা আমাদের সেই পথচলায় শক্তি ও প্রেরণা জোগাবে।”-বিজ্ঞপ্তি