সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় এনসি স্কুলের ১১৬বছর পূর্তি উদযাপিত

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘শতবর্ষ পেরিয়ে ১১৬বছরে এনসি’ এই শ্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬বছর পূর্তি অনুষ্টান উদযাপিত হয়েছে। শনিবার (৪জানুয়ারি) দিনব্যাপী এ উৎসবে কয়েক হাজার নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীর পদচারণায় মুখর ছিলো বিদ্যালয় ক্যাম্পাস। বহু বছর পর সহপাঠীদের একে অপরের সাথে দেখা হওয়াতে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সারাদিন’ই কুশল বিনিময়, আড্ডা, গ্রুপ ছবি, সেলফি তোলা, একসাথে গান গাওয়া, স্কুলের শ্রেণীকক্ষ ও ক্যাম্পাস ঘুরে দেখাসহ নানা ভাবে তারা ব্যাস্ত সময় পার করেন।

দুপুরে বিদ্যালয় মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি, ইস্ট কোষ্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র আজম জে চৌধুরী। সকাল ১০টায় কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে আনন্দ র‍্যালীর উদ্বোধন করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।

উৎসব উদযাপন কমিটির আহবায়ক মোঃ এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন প্রমুখ।

বিদ্যালয় প্রাঙ্গণ ঘিরে সেনাবাহিনী, পুলিশ,র‍্যাব, এপিবিএন, ট্রাফিক, স্কাউটসসহ ছয় স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে (কনসার্ট) সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মাইনুল আহসান নোবেল। স্থানীয় শিল্পী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্র্যান্ড প্লাটফর্ম-৩, জানকার্স ও বাফারিং দল। অধিবেশনে বিভিন্ন ব্যাচের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: