সর্বশেষ আপডেট : ৬ মিনিট ১৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাংবাদিক তুরাব স্মরণে বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া মাহফিল

ডেইলি সিলেট ডেস্ক ::

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এটিএম তুরাব (আবু তাহের মোহাম্মদ তুরাব)-এর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সাংবাদিক তুরাবের কর্মময় জীবন নিয়ে অনুভূতি প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা।

তারা বলেন, অল্পদিনের ব্যবধানে এটিএম তুরাব সাংবাদিকতায় বিশেষ স্থান দখল করে নেন। পেশাগত দায়িত্বকালে তার প্রতি পুলিশের এমন নৃশংসতা মেনে নেয়া যায়না। তারা তুরাবকে গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ে মঙ্গলবার বিকেলে অনুষ্টিত প্রথম পর্বে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সজীব ভট্রাচার্য। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের সঞ্চালনায় অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি, শিক্ষাবিদ আতাউর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, বায়তুল হিকমাহ পাঠাগারের আহবায়ক সালেহ আহমদ, সাবেক সংবাদকর্মী খসরুল হক, প্রেসক্লাব সদস্য আবুল হাসান, ম্যাপ টিভির সিইও সৈয়দ মুনজের হোসেন বাবু, আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, শুভ প্রতিদিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন, বিজয়ের কন্ঠ’র স্টাফ রিপোর্টার ও কবি সাদিক হোসেন এপলু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, বিয়ানীবাজার টিভির সিইও আহমদ এহসানুল কাদির, দিবালোক’র ষ্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু, এসআরআই টিভির রুহেল আহমদ, ম্যাপ টিভির মুশফাকুর রহমান, আলম শাওন, সুয়েব আহমদ প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হুমায়ুন রশীদ জাঈদী ও ক্বারী আমির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: