সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় ভারিবর্ষণে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

ডেইলি সিলেট ডেস্ক ::

লঘুচাপের প্রভাবে গতকাল সোমবার রাত থেকে মঙ্গলাবর (২০ আগসট) দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক ঘন্টার ভারি বর্ষণে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে মানুষের বাড়িতে পানি ঢুকেছে। এছাড়া বড়লেখা-শাহবাজপুর ও কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পানিদার এলাকাসহ কিছু স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রাবিহত হচ্ছে। এতে মানুষজন চরম ভোগান্তি পড়েছেন।

এছাড়া বড়লেখা-শাহবাজপুর ও কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রাবিহত হচ্ছে। এতে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যানবাহনে পানি ঢুকে তা বিকল হচ্ছে। এতে চালক-যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পৌরসভার নিচু এলাকার বাসিন্দাদের বাড়িঘর-রাস্তাঘাটে পানি উঠবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকঘন্টার ভারি বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পৌরসভার অনেক এলাকায় মানুষের বাড়িঘরে পানি ঢুকবে। চলতি বছরের জুন-জুলাইয়ে তাদের অনেকের বাড়িঘর-রাস্তাঘাট, দোকানপাটে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে আবারও ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা তাদের মাঝে আতঙ্ক তৈরি করেছে। তারা জানান, পানিপ্রবাহের পথ দখল করে অপরিকল্পিতভাবে বাড়িঘর-রাস্তাঘাট নির্মাণ করায় ভারি বৃষ্টিপাত হলে পানি দ্রুত নামতে পারে না। ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে চান।

অটোরিকশা চালক ছায়দুল আহমদ বলেন, বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। পানি ঢুকে অনেকের গাড়িও বিকল হয়েছে। আর বৃষ্টি হলে পানি বাড়বে। তখন গাড়ি চালানো কষ্টকর হয়ে যাবে।

বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, বড়লেখায় কয়েকঘন্টা ভারী বর্ষণ হয়েছে। আমি নতুন দায়িত্বগ্রহণ করেছি। পৌরসভার কারও বাড়িঘরে পানি উঠে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: