সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট থেকে কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

বিয়ের প্রলো’ভন দিয়ে অ’পহ’রণের অ’ভিযোগে সিলেট নগরীর গোয়াবাড়ী এলাকা থেকে দুই ভাইকে গ্রে’প্তার করে জালালাবাদ থা’না পু’লিশ। এসময় গোয়াবাড়ী লতিফ মিয়ার কলোনি থেকে এক কি’শোরীকে উ’দ্ধার করা হয়।

বুধবার (২ জুন) রাত ১টার দিকে পু’লিশ এই অ’ভিযান পরিচালনা করে অ’ভিযু’ক্তদের গ্রে’প্তার ও কি’শোরীকে উ’দ্ধার করে।

বৃহস্পতিবার (৩ জুন) সংবাদ বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানায় পু’লিশ।

গ্রে’প্তারকৃতদের নাম ঝলক দাস (২১) ও পলক দাস (২২)। তারা উভ’য়ই সুনামগঞ্জের দিরাই উপজে’লার সিংনাথ রাজনাউ গ্রামের প্রকৃত দাসের ছে’লে। বর্তমানে তারা সিলেটের জালালাবাদ থা’নার গোয়াবাড়ী লতিফ মিয়ার কলোনির বাসিন্দা।

পু’লিশ জানায়, বুধবার (২ জুন) রাত সোয়া ১১টার দিকে জালালাবাদ থা’নায় একটি মা’মলা দায়ের করেন উ’দ্ধারকৃত কি’শোরীর পিতা। তিনি অ’ভিযোগ করেন গত ২৯ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জালালাবাদ থা’না এলাকা থেকে তার মে’য়েকে বিয়ের প্রলো’ভন দেখিয়ে ফুসলিয়ে অ’পহ’রণ করে দুই যুবক। তারা ওই কি’শোরীকে একটি সিএনজি অটোরিকশাযোগে অ’জ্ঞাত স্থানে নিয়ে আ’ট’ক রেখেছে। এই মা’মলার প্রেক্ষিতে ওই রাতেই অ’ভিযানে নামে জালালাবাদ থা’না পু’লিশের একটি দল। মা’মলার ত’দন্তকারী কর্মক’র্তা এসআই (নি.) মো. আশরাফুল সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ থা’না এলাকায় অ’ভিযান পরিচালনা করে অ’ভিযু’ক্ত ঝলক দাস ও পলক দাসকে গ্রে’প্তার করেন। এবং সেই সাথে তাদের হেফাজত থাকা কি’শোরীকে (১৭) উ’দ্ধার করেন।

বিষয়টি থা’নার বর্তমান চার্জ অফিসার জালালাবাদ থা’নার পু’লিশ পরিদর্শক(ত’দন্ত) মো. আবু খালেদ মামুন নিশ্চিত করেছেন।এ

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: