সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল- রিলিফ ইঞ্জিন দিয়ে ট্রেন চালু

কুলাউড়া প্রতিনিধি :

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়ে পরে। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়াতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শুক্রবার (১৭অক্টোবর) দুপুর ১টা ৫৭মিনিটের দিকে পারাবত ট্রেন কুলাউড়া জংশন স্টেশনে পৌছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে সিলেট থেকে রিলিফ ইঞ্জিন আসলে ২টা ৩২মিনিটের দিকে কুলাউড়া স্টেশন থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনের যাত্রী সোহেল ও বাবু জানান, সিলেট সেকসনে ট্রেনের যাত্রীসেবার মান দিন দিন কমে আসছে। আন্তঃনগর ট্রেনগুলোর বগী কম থাকায় যাত্রীর তুলনায় সিট বরাদ্ধ কম, ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ও ইঞ্জিন বিকল প্রায় সময় লেগেই থাকে। এতে ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। ট্রেনের যাত্রীসেবার কথা চিন্তা করে কুলাউড়া জংশন স্টেশনের লোকোশেডে অতিরিক্ত ইঞ্জিন রাখার দাবী জানান যাত্রীরা।

এ ব্যাপারে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার রুমান আহমদ জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর ৭০৯ পারাবত এক্সপ্রেস (ইঞ্জিন ২৯১৭) ট্রেন দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে কুলাউড়া জংশন স্টেশনে পৌছালে ইঞ্জিনটি বিকল হয়। এর আগে লংলা স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারনে বিলম্বে এসে কুলাউড়ায় পৌছায়।

পরে সিলেট থেকে রিলিফ ইঞ্জিন (২৬১৩) কুলাউড়ায় দুপুর ২টা ১৮মিনিটে আসলে ইঞ্জিনটি সংযুক্ত করে ২টা ৩২মিনিটে কুলাউড়া থেকে ৩৫মিনিট বিলম্বে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: