সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় নিসচা’র হেলমেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উৎসাহমূলক ক্যাম্পেইন ও হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টায় নিসচা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তিনজন মোটরসাইকেল চালকের মাঝে স্ট্যান্ডার্ড হেলমেট বিতরণ করা হয়।

এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল—“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহিল আগরউড ট্রেডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর পারভেজ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক শামসুল ইসলাম, আব্দুল আজিজ ও নিজাম উদ্দিন, এবং সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, এবং অর্থ সম্পাদক এহসান আহমদ।

বক্তারা বলেন, দুর্ঘটনায় আঘাতের তীব্রতা কমাতে হেলমেট ব্যবহার অত্যন্ত কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুসারে, হেলমেট ব্যবহার করলে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ এবং মারাত্মক আহত হওয়ার ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমানো যায়।

তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা এখন বাংলাদেশের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক সংকট। চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিসচা বড়লেখা শাখার এই হেলমেট বিতরণ কার্যক্রমকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: