সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের সাক্ষাৎ গ্রহণ করেন এবং বিদ্যালয়ের নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) আব্দুল ওয়াহেদসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, প্রায় আট মাস আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে এই অভিযোগের তদন্তের নির্দেশ দেন। তবে দীর্ঘদিনেও কোনো তদন্ত হয়নি। অবশেষে সম্প্রতি চিঠি পাওয়ার পর তদন্ত শুরু হলো।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, “গত ২৯ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় উপপরিচালকের অফিস থেকে একটি চিঠি পাই। চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যেই তদন্তে এসেছি। এর আগে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি।” তিনি আরও বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে একই দিনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল ইসলাম বড়লেখা উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি দাসেরবাজার, দক্ষিণ বাগিরপার, ঘগড়া, হাকালুকি ও বড়ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট আটটি বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী তালিমপুর, ছোটলেখা ও ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. জুবায়ের আলম ও সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী।

দিনব্যাপী এসব পরিদর্শন ও তদন্ত কার্যক্রমে বড়লেখা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: