cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর ও জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেছেন, সমাজের উন্নয়ন ও কল্যাণে পেশাদার, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। শনিবার (১৪ জুন) বিকেলে সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেট কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই মন্তব্য করেন। সভায় সিলেট প্রেসক্লাবের প্রতিনিধিত্বশীল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সৎ, দায়িত্বশীল ও পেশাদার মানুষ। সাংবাদিকতা যদি সঠিক পথে না চলে, তবে সমাজের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। তারা জানান, জামায়াতে ইসলামী কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকে। সাংবাদিক সমাজ ও জামায়াতের মাঝে কোন বিভেদ নেই; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান।
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন নামে-বেনামে সংগঠন গড়ে তুলে কিছু ব্যক্তি অপসাংবাদিকতা করেছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, এই সংগঠনগুলো শুধু ব্যক্তি নয়, প্রাতিষ্ঠানিকভাবেও ফ্যাসিবাদকে মদদ দিয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও তারা চেহারা পাল্টে এখনো সক্রিয় রয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, এইসব ভুঁইফোঁড় ও অপেশাদার সংগঠন ও ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা বলেন, সিলেটের মূলধারার সাংবাদিক সমাজ চায় একটি স্বচ্ছ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চা প্রতিষ্ঠিত হোক।
মতবিনিময় সভায় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমীর ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারি শাহজাহান আলী এবং ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, ইকবাল সিদ্দিকী, আহমেদ নূর, এনামুল হক জুবের, আবদুল কাদের তাপাদার, হুমায়ুন রশীদ চৌধুরী, খালেদ আহমদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, কবীর আহমদ সোহেল, সেলিম আউয়াল, আনিস রহমান, শুয়াইবুল ইসলাম, কবির আহমদ, নাজমুল কবির পাভেল, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, খালেদ আহমদ, এস এ শফি প্রমুখ।