সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“অপুষ্টি মোকাবিলায় সকল দপ্তরকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান”

শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই বছর ও সিলেটে উদযাপিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ বুধবার (২মে) সিলেট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে সকাল ১০ ঘটিকায় একটি প্রাঞ্জল র‌্যালি বের হয় যা চৌহাট্টা চত্বর প্রদক্ষিণ করে আবার অফিসে এসে শেষ হয়। র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা.মো. আনিসুর রহমান বলেন, পুষ্টি হলো জীবনের মৌলিক চাহিদার অন্যতম। আমাদের দেহ বিভিন্ন উপাদান থেকে পুষ্টি পেয়ে থাকে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ জীবনের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। প্রয়োজনের অতিরিক্ত বা কম অথবা অনিরাপদ খাদ্য গ্রহণ অপুষ্টিজনিত বিভিন্ন রোগের কারণ হতে পারে। অপুষ্টি মোকাবিলায় সকল দপ্তরের সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: স্বপ্নীল সৌরভ রায় এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ডা: তাসনুভা প্রধান রুমি, ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম, ডা: আনিকা তাবাসসুম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক সহ কৃষি, তথ্য, খাদ্য, পরিবার পরিকল্পনা ইত্যাদি দপ্তর এর প্রতিনিধি সহ সিলেট জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকতারা। সভায় সিলেট জেলার পুষ্টির অবস্থা শীর্ষক মৃল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে সিলেট সিভিল সার্জন কার্যালয় কতৃক আয়োজিত সপ্তাহব্যাপী কুইজ, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, মা সমাবেশ, প্রবীণ সমাবেশ, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, পুষ্টি বার্তা প্রদান ইত্যাদি কর্মসূচী তুলে ধরেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: