সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ১৬ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে পুষ্টিকর খাবার ও সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস।

আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদওয়ানুল ইসলাম রাহুল, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, এবং নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন।

সভায় বক্তারা বলেন, শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। balanced diet, নিরাপদ খাদ্য গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত সমস্যা মোকাবেলা সম্ভব। সরকার পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে প্রতি বছর জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর লক্ষ্য হচ্ছে—সমাজের সবস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা এবং মা ও শিশুর অপুষ্টি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে উৎসাহ দেওয়া।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: