সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৫৭ সেকেন্ড আগে
সোমবার, ২৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে মানব পাচার প্রতিরোধে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো (NRM) বিষয়ে একটি বিভাগীয় পর্যায়ের শেয়ারিং ও ওরিয়েন্টেশন কর্মশালা আজ বুধবার (১৪ মে) সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আয়োজিত এবং সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান।

আন্তর্জাতিক সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, মানব পাচার একটি জটিল সামাজিক সমস্যা। পাচারের শিকারদের সঠিকভাবে চিহ্নিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনর্বাসনের জন্য একটি কার্যকর জাতীয় রেফারেল কাঠামো জরুরি। এসময় অংশগ্রহণকারীরা বলেন, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সচেতনতা বাড়িয়ে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। তারা জাতীয় রেফারেল ব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করার আহ্বান জানান।

এই ধরণের উদ্যোগের মাধ্যমে মানব পাচার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভিকটিমদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে কর্মশালায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)। কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ। এছাড়াও বিভিন্ন মানবাধিকার কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: