সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এসএমপি’র উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) থেকে বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এসএমপি সদর দফতরের কনফারেন্স রুমে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা। তাহিয়াত আহমেদ চৌধুরী বর্তমানে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট-এ কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে যোগদান করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, সদ্য পদোন্নতি পাওয়া উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ তারেক আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ আমিনুর রহমান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আহমাদ মাঈনুল হাসানসহ এসএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা তাহিয়াত আহমেদ চৌধুরীর কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং শৃঙ্খলার প্রতি তাঁর দায়বদ্ধতার প্রশংসা করেন। তাঁরা নতুন কর্মস্থলেও তাঁর আরও সফলতা কামনা করেন।

সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: