cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ মে) আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।
মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। খবর পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় আরও ৭/৮ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমা থানার কাস্তরাইল এলাকার ইউনুস মিয়ার পুত্র মোঃ নাজিম উদ্দিন (২৭), আসল বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকায়। সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার পুত্র কাউসার আহমদ (৩০)। সিলেটের কোতোয়ালী থানার কুমারপাড়া এলাকার শামীম মিয়ার পুত্র রাজু মিয়া (২১), আসল বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর গ্রামে। সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার পুত্র শুভ আহমদ (২৬)। সিলেটের কোতোয়ালী থানার বেতের বাজার এলাকার কালাই মিয়ার পুত্র স্বপন আহমদ (২৫)। এবং সিলেট কোতোয়ালী থানার কুমারপাড়া মইন মিয়ার কলোনী এলাকার আব্দুস সালামের পুত্র সাগর মিয়া (৩০), আসল বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকায়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি ধারালো চাকু, একটি রামদা ও একটি লম্বা ছুরি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান মোহাম্মদ সাইফুল ইসলাম, এডিসি (মিডিয়া), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।