সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১৬ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

“ভোটাধিকারের কথা বললেই এখন পাপ হয়”

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, “বাংলাদেশের মানুষ যে ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে, সেই ভোটাধিকার ফিরিয়ে দেয়ার কথা বললেই এখন একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় আমরা যেন পাপ করছি।” তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না।”

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় সিলেট জজ কোর্টের ২নং বার হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলা ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। যদি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, তবে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নামতে বাধ্য হবে। ড. ইউনুস সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “আমরা চাই এই সরকার সফল হোক, যদি না তারা নিজেদের ব্যর্থতায় তা নস্যাৎ করে।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. কামরুজ্জামান সেলিম।

প্রধান বক্তা হিসেবে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগ আমাদের জন্য রাজনীতির পাঠ। তাঁর নেতৃত্বে বিএনপি এখনো সংগঠিতভাবে আন্দোলন করছে।”

সভায় আরও বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, অ্যাড. সহিদুজ্জামান, অ্যাড. কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. কে আর পাঠান, অ্যাড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া সিলেট জেলা বিএনপির সেক্রেটারি অ্যাড. ইমরান আহমদ চৌধুরীসহ সুপ্রিম কোর্ট, জেলা ও মহানগর আদালতের অসংখ্য আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট আব্দুল হালিম রায়হান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: