সর্বশেষ আপডেট : ৯ মিনিট ৮ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন নবীগঞ্জের ফয়ছল চৌধুরী

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে নটিংহ্যামশায়ারের ম্যানসফিল্ড সাউথ ওয়ার্ডে কাউন্সিলর পদে রিফর্ম ইউকে (Reform UK) পার্টি থেকে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও বড় বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ফয়ছল চৌধুরী।

তিনি মোট ২,০২৭ ভোট পেয়ে জয়লাভ করেন এবং পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী স্টিভ গার্নারকে। এই আসনটি পূর্বে স্টিভ গার্নারের দখলে ছিল। শুক্রবার (২ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।

ফয়ছল চৌধুরীর এ জয় রিফর্ম ইউকে পার্টির জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দলটি সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে জনসমর্থনের ধারায় শক্তিশালী হয়ে উঠছে। রিফর্ম ইউকে একটি ব্রেক্সিট-পরবর্তী রাজনৈতিক দল, যা অভিবাসন, আইনশৃঙ্খলা এবং কর হ্রাসসহ নানা ইস্যুতে জনমত গড়ে তুলছে।

ফয়ছল চৌধুরী নবীগঞ্জ পৌরসভার চরগাঁও বড় বাড়ির আব্দুল মতিন ওরফে ছুবা মিয়া চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে প্রবাস জীবন যাপন করলেও শিকড়ের টান ভুলে যাননি। তিনি সেখানে বাংলাদেশি কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। মসজিদ, সামাজিক সংগঠন, দরিদ্র শিক্ষার্থী, চিকিৎসা সহায়তা, মানবিক সংকটে থাকা প্রবাসীসহ দেশে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন।

তার এই বিজয়ে শুধু নবীগঞ্জ বা হবিগঞ্জ নয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের ঢেউ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে তাকে।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় ফয়ছল চৌধুরী বলেন, “এই জয় শুধু আমার নয়, এটি আমার কমিউনিটির সকল মানুষের। আমি কথা দিচ্ছি, মানুষের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

কমিউনিটি সেবায় তার অবদান আগামীতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমনটাই প্রত্যাশা করছেন সবাই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: