cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীতে আয়োজিত এ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গাজায় শান্তিচুক্তি লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরায়েল আবারো মুসলমানদের ওপর হামলা চালিয়েছে। পবিত্র রমজান মাসেও নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যা অব্যাহত রেখেছে। অন্যদিকে, ভারতে রাষ্ট্রীয় মদদে ধর্মীয় উৎসবের নামে মুসলমানদের হত্যা, নারীদের ওপর নির্যাতনসহ নানা সহিংসতা চালানো হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের নীরবতার কারণে এসব মানবতাবিরোধী অপরাধ বারবার ঘটছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে ইসরায়েলের দোসরদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। বিশেষত ইসরায়েলি সংযোগযুক্ত স্টারলিংকের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং ভারতীয় পণ্য নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান হোসেন এবং পরিচালনা করেন সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজির আহমেদ হেলাল, কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, মাওলানা মুহা. শরিফ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।