cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর খসরু মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার ভরাউট রাজীবাড়ী এলাকায় হাজী মনোয়ার হোসেনের বাড়ির উঠানে পারিবারিক বিরোধের জেরে আপন ভাই মো. কালাম হোসেন (৩২) ও তার স্ত্রী নিনা বেগম (২০) মিলে খসরু মিয়াকে (৩০) মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা বেগম (২২) বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা (নম্বর-১৩) দায়ের করেন। মামলায় ৩২৩/৩০২/৩৪ পেনাল কোডের ধারায় অভিযোগ আনা হয়। মামলার তদন্তভার পান এসআই মো. আমির হোসেন।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১৪, ময়মনসিংহের সহযোগিতায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহের ভালুকা থানার মাস্টার বাড়ি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এর মধ্যে এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. কালাম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের মাধ্যমে মামলার অগ্রগতি হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।