সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ভারতীয় চিনি, কাভার্ড ভ্যানসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেটের মোগলাবাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় চিনি পাচারের সময় একটি কাভার্ড ভ্যানসহ ৪ হাজার ৭৬০ কেজি চিনি আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মোগলাবাজার থানার পিএসআই মো. আলিফের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার (৪ মার্চ) ভোর ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন ইমদাদ রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি নীল-হলুদ রঙের কাভার্ড ভ্যান আটক করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৪২৭০।

পুলিশ জানায়, আটককৃত কাভার্ড ভ্যানে ৯৭ বস্তায় ৪ হাজার ৭৬০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৫,৭১,২০০ টাকা। এছাড়া, জব্দ করা কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের মেরুভাঙ্গা গ্রামের সাজিদুর রহমান’র পুত্র মশিউর রহমান (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর (মুন্সিবাড়ী) গ্রামের মৃত আলী রাজা পাটোয়ারী’র পুত্র (কাভার্ড ভ্যান চালক) ইব্রাহিম খলিল (৩২) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভোবনখোড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র (কাভার্ড ভ্যান চালকের সহযোগী) মো. তৌহিদুল ইসলাম (৩৫)।

উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (মামলা নং- ০৩/৩৩, তারিখ- ০৪/০৩/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: