cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গোয়াইনঘাট সংবাদদাতা ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের নিরীহ কৃষক মোঃ তেরা মিয়াসহ অন্যান্যদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত আইনি আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় স্থানীয় ফতেপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালমান হোসাইন এবং সঞ্চালনা করেন খেলাফত মজলিস নেতা হাসান আহমদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জহির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, দৈনিক সাদাপাথর পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব কে এম মনসুর আহমদ এবং খেলাফত মজলিস ফতেপুর ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য মাওলানা আলী হোসাইন।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ ও তার বাহিনী কৃষক মোঃ তেরা মিয়াসহ নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করেছে। তারা বলেন, মাওলানা আখলাক হুসাইন একজন নীতিবান আলেম, যিনি নিয়মিত কুরআন-হাদিসের আলোকে বয়ান করেন এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছেন।
গত ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আখলাক হুসাইনের গোত্রীয় চাচা সাইদুর রহমানের সবজি বাগানে বেআইনিভাবে প্রবেশ করে মাসুক আহমদ ও তার অনুসারীরা প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। বাধা দিলে তারা সাইদুর রহমানের ওপর আক্রমণ চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। আখলাক হুসাইন বাধা দিতে গেলে তাকেও হামলার শিকার হতে হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি আয়োজিত মানববন্ধন চলাকালে মাসুক আহমদ ও তার বাহিনী আবারও আক্রমণ চালিয়ে মোঃ তেরা মিয়াকে গুরুতর আহত করে। এছাড়া আরও ৬-৭ জন আহত হন।
বক্তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা উবায়দুল্লাহ জহির।