সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সহস্রাধিক শিক্ষার্থীকে নিয়ে ইংলিশ স্কলার্স হান্টের প্রশিক্ষণ

শাবি সংবাদদাতা ::

স্কুল-কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইংলিশ স্কলার্স হান্টের উদ্যোগে ইংরেজি শেখার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল ১০টা থেকে দিনব্যাপী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মসূচি চলে। প্রশিক্ষণ কর্মসূচির আয়োজক হিসেবে ছিলেন সিলেটের বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ইংলিশ স্কলার্স হান্ট’।

দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, ইংলিশ স্কলার্স হান্টের প্রধান উপদেষ্টা ড. মো. শহীদুল হক। এ সময় তিনি বলেন, ‘স্কলার্স হান্টের এই আয়োজনকে সাধুবাদ জানাই।এরকম কর্মশালা শিক্ষার্থীদের ইংরেজির ভীতি দূর করে ইংরেজির প্রতি আগ্রহ বৃদ্ধি করে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এই ভাষায় আমাদের পরবর্তী প্রজন্মকে এ ভাষায় পারদর্শী করা প্রয়োজন। এরকম কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজদেরকে ইংরেজিতে পারদর্শী করতে পারবে। পরবর্তীতে নিজেকে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ও ইংলিশ স্কলার্স হান্টের উপদেষ্টা অধ্যাপক ড. মো. জহির বিন আলম এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্কলার্স হান্টের উপদেষ্টা সিরাজুল ইসলামসহ অন্যরা।

সিলেটের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নতুন পদ্ধতিতে বুঝে শুনে মজার ছলে ইংরেজি শেখানোর জন্য দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ‘ইংলিশ স্কলার্স হান্ট’। কর্মশালায় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫শ’র অধিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় ইংরেজির ভয় দূর করার জন্য পাঁচটি সেশন রাখা হয়। পাঁচটি সেশনে গ্রামার , লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং -এ শিক্ষার্থীদের প্রশিক্ষন দিয়েছেন যথাক্রমে ইংলিশ স্কলার্স হান্টের প্রতিষ্ঠাতা ও আহবায়ক নাবিলা মেহজাবীন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান টিটু, শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা রহমান, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন সিলেটের প্রভাষক উদয় রহমান এবং স্কাইলার্ক ইন্টারন্যাশনালের সিইও তাহিয়া তালবিয়া মীম।

দিনব্যাপী প্রশিক্ষকরা শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আগামী ৮ মার্চ ইংলিশ স্কলার্স হান্টের সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে। সেখান থেকে উত্তীর্ণ ৫০০ শিক্ষার্থীদের প্রদান করা হবে ফাইনালের টিকিট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: