
স্টাফ রিপোর্টার ::
যথাযোগ্য মর্যাদায় সিলেটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধা নিবেদন :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা দল নেতৃবৃন্দ। শুক্রবার সকালে তারা এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না, জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, হালিমা বেগম বিলকিস বেগম সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর, সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, এডভোকেট শরদিন্দু পাল, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট সফিকুল ইসলাম সবুজ, আয়কর আইনজীবী মোখলেসুর রহমান, ইফতিয়াক হোসেন মন্জু, এডভোকেট শামসুল ইসলাম দুস্কি, এডভোকেট শাবানা ইসলাম প্রমুখ।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন, সহ সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক তপতী রানী দাস, পরিচালক সালসাবিলা মাহবুব কান্তা। এছাড়াও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব :যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণ করেছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, আবু বক্কর তালুকদার প্রমুখ।
ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সংবাদকর্মী মিলন তালুকদার প্রমুখ।
এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ এর এপেক্সিয়ান এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, এপেক্সিয়ান আখতার হোসেন খান, এপেক্সিয়ান জালাল উদ্দিন, এপেক্সিয়ান এডভোকেট আতাউর রহমান, এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান, এপেক্সিয়ান সাহেদ আহমদ সোহেল, এপেক্সিয়ান আব্দুল মুকিত অপি প্রমুখ।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন (সিলেট অঞ্চল):মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
নয়াসড়কস্থ সংগঠনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে শেষ হয়।
এসময় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের ট্রেইনার শিরিন গুলশান আরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের গাইড শিক্ষার্থী, রেঞ্জারসহ অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
আইডিয়ার শ্রদ্ধাঞ্জলি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আইডিয়া সিলেটের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, আইডিয়া সিলেটের নাজমুল হক, তামান্না আহমদ, ওয়াদুদ ফয়সল চৌধুরী, এ কে এম আজাদ, তারেক আহমদ প্রমুখ।
সিলেট বিদ্যুৎ কেন্দ্র:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট ২০ মে.ও. বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রæয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, সিলেট ২০ মে.ও. বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ জালাল উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ বোরহান, মো. আহসান হাবিব, মো. আনোয়ার হোসেন, রমিজুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের ক্লাবের পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, সদস্য চৌধুরী আতাউর রহমান আজাদ, কোম্পানি সেক্রেটারী পরাগ কান্তি দেব, সুপার ভাইজার স্বপন কুমার সরকার। এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশন :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন সিলেট মটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুর, সাধারন সম্পাদক সাজওয়ান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদুর রহমান, কার্ষকারী পরিষদের সদস্য আনহার।