সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট চেম্বারের পকেট কমিটি ভেঙ্গে অবিলম্বে নতুন নির্বাচন দিন: মুহাম্মদ ফখরুল ইসলাম

ডেইলি সিলেট ডেস্ক ::

মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল।

ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন, হযরত শাহজালাল দরগা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মুমিন মল্লিক, আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, স্বাদ এন্ড কোং এর নুরুল আলম, বসুন্ধরা মটরস এর জুবায়ের রকিব চৌধুরী, মহানগর দোকান মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, হযরত শাহজালাল দরগা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু ও লালদিঘী হকার্স মার্কেট সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচারী সরকার নগ্ন দলীয় করণের মাধ্যমে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল থাবা থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্সও রক্ষা পায়নি। দুইজন শীর্ষ আওয়ামী লীগ নেতার হস্থক্ষেপে কোনধরণে ইলেকসন ছাড়া সিলেকশনের মাধ্যমে চেম্বারের পকেট কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সিলেটের ব্যবসায়ীদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে। পছন্দের দলীয়দের দিয়ে গঠিত পকেট কমিটি বিগত সময়ে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেছেন। ইতোমধ্যে চেম্বার থেকে এক পরিচালক পদত্যাগ করেছেন। আরো অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই পকেট কমিটি রাখার কোন সুযোগ নেই। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে আওয়ামী স্বৈরাচারী শাসনের সমাপ্তি গঠেছে। এমন পরিস্থিতিতে তাদের গঠিত অবৈধ পকেট কমিটি থাকার কোন যৌক্তিকতা নেই। অবিলম্বে পকেট কমিটি ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঐতিহ্যবাহী সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র নতুন কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: