সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
রবিবার, ১৯ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন’র বার্ষিক সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন এর বার্ষিক সভা বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দিন আরএফএসএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান মো. বাহা উদ্দিন বাহার।

জাতীয় সংগীত পরিচালনা করেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ। সভায় অর্ধ-বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ। ক্লাবের বাইলজ অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি প্রফেসর মো. জাকির আলী আরএফএসএম। তিনি ২০২৩-২৪ রোটাবর্ষের বোর্ড ডাইরেক্টরস এর নির্বাচিত সদস্যদের নাম ঘোষনা করেন। নির্বাচিত সদস্যবৃন্দরা হলেন- প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম, আই পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দিন আরএরফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট-১ রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচইফ, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, সেক্রেটারী রোটারিয়ান সৈয়দ সুয়েবুর রহমান পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান এএসএমজি কিবরিয়া আরএফএসএম, ট্রেজারার রোটারিয়ান পিপি মোহাম্মদ আব্দুল হাফিজ পিএইচইফ, ডাইরেক্টর ক্লাব সার্ভিস রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ, ডাইরেক্টর ভকেশনাল সার্ভিস রোটারিয়ান পিপি প্রফেসর মো. শাখাওয়াত হোসেন পিএইচএফ, ডাইরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান পিপি বিধুভুষন চক্রবর্তী এমপিএইচএফ, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান পিপি প্রফেসর মো. জাকির আলী আরএফএসএম, ডাইরেক্টর নিউ জেনারেশন রোটারিয়ান পিপি আমিনুর রহমান শিবলু আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস-১ রোটারিয়ান পিপি মো. জামাল উদ্দিন, সার্জেন্ট এট আর্মস-২ রোটারিয়ান মো. ফারুক আহমদ আরএফএসএম, বুলেটিন এডিটর রোটারিয়ান পিপি মো. দেলোওয়ার হোসেন, ক্লাব ট্রেইনার রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি।

সভায় ২০২৩-২৪ রোটাবর্ষে ডিস্ট্রিক্ট অফিসিয়াল হিসেবে অভিষিক্ত ডেপুটি গভর্ণর মো. আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, এ্যাসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি প্রফেসর মো. জাকির আলী আরএফএসএম, রোটারিয়ান পিপি বিধুভুষণ চক্রবর্তী এম পিএইচএফ, রোটারিয়ান পিপি আমিনুর রহমান শিবলু আরএফএসএম, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দিন আরএফএসএম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বার্ষিক সভায় বক্তব্য রাখেন ডেপুটি গভর্ণর মো. আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, রোটারিয়ান মো. দেলোওয়ার হোসেন, রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ, রোটারিয়ান বিধুভুষণ চক্রবর্তী এম পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আমিনুর রহমান শিবলু আরএফএসএম, রোটারিয়ান পিপি প্রফেসর মো. জাকির আলী আরএফএসএম, রোটারিয়ান মোহাম্মদ আব্দুল হাফিজ আরএফএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম, রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, রোটারিয়ান মো. আবুল কালাম, রোটারিয়ান এ এস এমজি কিবরিয়া আরএফএসএম, রোটারিয়ান মো. ফারুক আহমদ আরএফএসএম, রোটারিয়ান মিয়া মো. রুস্তুম, রোটারিয়ান মো. আনোয়ার হোসেন, রোটারিয়ান মো. বদরুজ্জামান চৌধুরী।

এছাড়া সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকরান আহমদ ওয়ালিদ, মো. মাহিন হাসান। বার্ষিক সভায় উপস্থিত রোটারী সদস্যবৃন্দ ২০২৩-২৪ রোটাবর্ষের বোর্ড অফ ডাইরেক্টস এর কমিটির অনুমোদন দেন। সভায় সকল সদস্যবৃন্দ ডিস্ট্রিট গভর্ণন (২০২৩-২৪) রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় ২০২২ সালে সেরা করদাতা হিসেবে রোটারিয়ান মো. আবুল কালামকে অভিনন্দন জানিয়ে ফুলেল জানানো হয়। সভায় প্রেসিডেন্ট ইলেক্ট ও প্রেসিডেন্ট নমিনি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ক্লাবকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দিন আরএফএসএম। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: