cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট নগরে খর্বকার (শারীরিক প্রতিব’ন্ধী) তিন ভাইয়ের একজন কা’মাল আহম’দ (৪০) মা’রা গেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরের চারা দিঘীরপাড় বাসায় ওই ব্যক্তির মৃ’ত্যু হয়।
স্থানীয়রা জানান, চারা দিঘীরপাড়ে একই পরিবারের ৩ ভাইয়ের সবাই খর্বকায় (শারীরিক প্রতিব’ন্ধী)। শারীরিক গঠনে তারা খর্বাকৃতির (একবারে খাটো)। তাদের তিনজনই চলাফেরা করতে পারেন না। প্রায় ১০ বছর ধরে তারা ওই বাসায় ভাড়া থাকতেন।
মা’রা যাওয়া কা’মাল আহম’দের অ’পর প্রতিব’ন্ধী ভাই দুলাল আহম’দ বাংলানিউজকে বলেন, গত সপ্তাহ থেকে রোগাক্রান্ত হয়ে পড়েন কা’মাল। চলাফেরা করতে না পারায় তাকে হাসপাতা’লে নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় বুধবার বিকেল ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতা’লে নেওয়ার পথে কা’মালের মৃ’ত্যু হয়। পরে বাদ মাগরিব জানাজার নামাজের পর হযরত মানিকপীর (র.) এর কবরস্থানে তাকে দাফন করা হয়।