cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsমহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) নগরীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জেদান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গত রোববার রাত ৮টার দিকে নগরীর তালতলা থেকে মো. বাবুল আহম্মদ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সে শেখঘাটের গহর কলাপাড়ার মৃত ফরিদ মিয়ার পুত্র। গ্রেপ্তারের সময় বাবুলের কাছ থেকে ৪০পিচ ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ। বাবুল সিলেটের গোয়াইনঘাট থানার এফ আই আর নং-১৯, তারিখ- ২৭ জুলাই, ২০০৭; ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০-এর এজাহারভূক্ত আসামী।
অপরদিকে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/উত্তম রায় চৌধুরী, এএসআই/আমির হোসেন আমু এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের হাজী ইউসুফ আলী এন্ড সন্স ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মইনুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে । সে জালালাবাদ থানার শিবপুর গ্রামের মৃত ললা মিয়ার পুত্র। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২১ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়। মইনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।