সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভাষার মাস বরণে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বর্ণমালার মিছিল

বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে আহ্বান

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বর্ণমালার মিছিল। প্রতিবছরের ন্যায় মহান ভাষার মাস বরণে ফেব্রুয়ারির প্রথম দিন জেলা পরিষদ প্রাঙ্গণে মিছিলটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম, এসময় সাথে ছিলেন জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহাসহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বর্ণমালার মিছিলকে বরণ করে নেন ছন্দ নৃত্যালয়ের শিল্পীবৃন্দ।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী, সাবেক সাংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেষ্ঠ্য সাংবাদিক আল আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যারিস্টার আরশ আলী, শিল্পী হিমাংশু বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় সদস্য শামসুল আলম সেলিম, সিলেট ফটোগ্রাফী সোসাইটির সভাপতি ফরিদ আহমেদ, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান প্রমূখ।

বক্তব্যে বক্তরা বলেন, বায়ান্ন এবং একাত্তরের চেতনাকে লালন করে আমাদের বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। বক্তারা বায়ন্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা ভাষাকে সর্বত্র মর্যাদার আসনে রেখে এবং ভাষা ও সংস্কৃতি রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। তারা মুজিব বর্ষে বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে বর্ণমালার মিছিলটি এসময়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: