সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে গ্যালারী নির্মাণ করা হবে —মাহমুদ-উস-সামাদ চৌধুরী

সংবাদদাতা ::
সিলেট-৩ আসনের এমপি ধর্ম ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে ধরে রাখতে হলে প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব।
কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে ডা: আব্দুস শুকুর গ্যারারীর পাশে আরেকটি গ্যালারী নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। মাহার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেলে দক্ষিণ সুরমার কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে ১ম মাহা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ভাষ্যকার আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ,মোগলাবাজার থানার ওসি (তদন্ত) ছাহাবুল ইসলাম, কুচাই ইউপি’র প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ আহমদুর রব, ক্রীড়া সংগঠক মাহমুদ হোসেন শাহীন, সোহেল রানা। খেলায় সিলাম ইউনিয়ন ফুটবল দল ২-০ গোলে কুচাই ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। আজ ১লা ফেব্রুয়ারী বিকেল ৩ টায় তেতলী ইউনিয়ন ফুটবল দল-দাউদপুর ইউনিয়ন ফুটবল দলের সাথে মোকাবিলা করবে।
খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন আক্কাছ উদ্দিন আক্কাই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: