সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

২০২৭ সালের মধ্যে কুলাউড়া-শাহবাজপুর রেলপথে ট্রেন চালুর নির্দেশ

খলিলুর রহমান, বড়লেখা ::

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ সমাপ্তের পঞ্চম দফা বর্ধিত সময় শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন। কিন্তু এখনো কাজের প্রায় ৬০ ভাগ বাকি। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে অবকাঠামোগত সব কাজ শেষ করে ট্রেন চলাচল উপযোগী করার জন্য কড়া নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকল্পের অগ্রগতি ও ত্রুটি-বিচ্যুতি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব (ভৌত অবকাঠামো বিভাগ) এমএ আকমল হোসেন আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের এজিএম বি.আর. শর্মা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ে কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।

সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ বড়লেখার উত্তর শাহবাজপুর এলাকায় রেললাইন সংস্কার কাজ এবং সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা এসময় কাজের নানা ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান। তারা আরও দাবি করেন, বৃটিশ আমলের এই গুরুত্বপূর্ণ রেলপথে লোকাল প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামগামী ইন্টারসিটি ট্রেন চালু করা হোক, যাতে কুলাউড়া, বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পায়।

পরিকল্পনা সচিব স্থানীয় প্রশাসনকে ত্রুটি-বিচ্যুতি ও অন্যান্য সমস্যা চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

তিনি বলেন, “কাজ শেষ হলে এই সেকশনে চারটি লোকাল প্যাসেঞ্জার ট্রেন এবং দুটি ইন্টারসিটি ট্রেন — ‘ঢাকা টু শাহবাজপুর’ ও ‘শাহবাজপুর টু ঢাকা’ — চালুর সম্ভাবনা রয়েছে।”

রেলপথটির উন্নয়ন অগ্রগতি ও অবকাঠামোগত জটিলতা নিরসনের লক্ষ্যে তিনি বাংলাদেশ রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই পরিদর্শন পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: