cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ সেশন) শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। শান্ত তারা আদনান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলেও জানা গেছে।
সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম জানান, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর শৃঙ্খলা কমিটি দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করে। পরে সিন্ডিকেট সভায় তা অনুমোদিত হয়। আমরা চাই না এমন ন্যাক্কারজনক ঘটনা আবার ক্যাম্পাসে ঘটুক, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের আরেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি ও শিক্ষার্থীদের চলাফেরায় সতর্কতা আনতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে।
উল্লেখ্য, গত ২ মে এক নারী শিক্ষার্থী রিকাবীবাজারে কনসার্টে যাওয়ার আগে সহপাঠীদের দ্বারা অচেতন হয়ে ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষার্থী ১৯ জুন বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযুক্ত শান্ত ও স্বাগতকে গ্রেফতার করে। ২০ জুন কোতোয়ালী থানায় ভুক্তভোগী মামলা দায়ের করেন। মামলায় আটক দুইজনসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।
২৩ জুন আদালত শান্ত ও স্বাগতর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রতিবাদ, মানববন্ধন ও ফাঁসির দাবিতে আন্দোলন চলে। আজীবন বহিষ্কারের এ সিদ্ধান্তে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।