cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রবাস ডেস্ক ::
বৃহস্পতিবার (১৯ জুন) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের মেইন হলে টাওয়ার হেমলেটস কাউন্সিলের সহায়তায় এবং মসজিদ পরিচালনাকারী শীর্ষ সেবামূলক সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’ এর আয়োজনে দিনব্যাপী এক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলার মূল উদ্দেশ্য ছিল কমিউনিটির মধ্যে ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেশারসহ স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিষয়ে জনসচেতনতা তৈরি করা।
মেলায় টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা সংস্থার প্রায় ১২টি স্টল অংশ নেয় এবং প্রায় ৫ শতাধিক মানুষকে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ ও সেবা প্রদান করে।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা শামসুল হক, ট্রেজারার সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং সাবেক কাউন্সিলর আনসার মুস্তাকিম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর আব্দুল মন্নান নজরুল, বিশিষ্ট সাংবাদিক কে.এম. আবু তাহের চৌধুরীসহ এনএইচএস-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
স্বাস্থ্য মেলায় অংশগ্রহণকারীদের বাওয়েল ও প্রোস্টেট স্ক্রিনিং, ব্লাড প্রেসার পরিমাপ, ধূমপান ছাড়ার উপায়, স্বাস্থ্যসম্মত খাবার সম্পর্কে পরামর্শ, ওজন নিয়ন্ত্রণ, ব্যায়াম, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং সরকারি বিভিন্ন বেনিফিট সম্পর্কিত তথ্য প্রদান করা হয়।
মেলার আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করে কমিউনিটির স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় ‘কাউন্সিল অব মস্ক’।