cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজার সংবাদদাতা ::
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে বলেছেন, তার বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জনের’ যে অনুসন্ধান শুরু করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন।
গতকাল (১৬ জুন) দুদকের এক প্রেস ব্রিফিংয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানানো হলে তা দেশের প্রায় সকল টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম নাসের রহমান বলেন, “এই তথাকথিত অভিযোগে কোনো সত্যতা নেই, এবং আমি তা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।”
তিনি বলেন, “অবৈধ সম্পদ অর্জন কেবলমাত্র ক্ষমতায় থাকলেই সম্ভব। কিন্তু বিএনপি বিগত ১৯ বছর ধরে ক্ষমতার বাইরে বিরোধী দলে। আমি নিজেও বিরোধী রাজনীতির একজন সক্রিয় কর্মী। তাহলে কিভাবে আমি অবৈধ সম্পদ অর্জন করেছি, তা আমার বোধগম্য নয়।”
এম নাসের রহমান অভিযোগ করেন, অনুসন্ধান প্রক্রিয়া শুরুর আগে তাকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, এমনকি তাকে কিছু জানানোও হয়নি। অথচ মিডিয়ায় তার বিরুদ্ধে প্রচার চালানো হয়েছে। তিনি বলেন, “এটি দুদকের কাজ হতে পারে না। কোনো অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মিডিয়ার মাধ্যমে আমাকে অভিযুক্ত করার এই প্রক্রিয়া পুরোপুরি অবৈধ এবং স্পষ্টত মানহানিকর।”
তিনি আরও বলেন, এমন আচরণ একজন সাবেক সংসদ সদস্য ও বিরোধী রাজনৈতিক দলের জাতীয় নির্বাহী সদস্যের প্রতি চরম অবজ্ঞার শামিল। প্রেস ব্রিফিংয়ের সময় ও পদ্ধতি থেকেই প্রমাণ হয়, এটি একটি পরিকল্পিতভাবে পরিচালিত অপপ্রচার।
এম নাসের রহমান আশা প্রকাশ করেন, আইন ও ন্যায়ের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অবিলম্বে তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে চালানো এই “প্রোপাগান্ডা” বন্ধ করা হবে।