সর্বশেষ আপডেট : ৫২ মিনিট ১৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সড়ক দুর্ঘটনা : সিলেটের দুই উপজেলায় দুইজন নিহত

স্টাফ রিপোর্টার

সিলেটের গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়াইনঘাটে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর সড়কের সতি চৌকিদারের বাড়ির মোড়ে ঘটে এ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন (২৩) কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লায়েক মিয়াকে (২২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত নিজাম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মানাউরা গ্রামের মৃত আব্দুল ফাত্তার ছেলে। আহত লায়েক মিয়া একই গ্রামের জয়াদ আলীর ছেলে।

গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

এলাকাবাসী অভিযোগ করেছেন, গোয়াইনঘাটের বিভিন্ন সড়কে নিষিদ্ধ অটোবাইক শিশু চালকদের মাধ্যমে চালানো হচ্ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

জকিগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল চার সন্তানের জননীর

অপরদিকে, একই দিন সকাল ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগ বাসস্টেশনের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন হোসনা বেগম (৫০)। তিনি উপজেলার বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামের রকিব আলীর স্ত্রী এবং কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের শামসুল হকের মেয়ে।

পরিবারের সদস্য খাদেজা বেগম জানান, হোসনা বেগম মাছ কিনতে বাজারে গিয়েছিলেন। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অভিযুক্ত অটোরিকশাটি পুলিশ জিম্মায় রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সড়ক নিরাপত্তা ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় প্রতিনিয়ত এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: