সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২৪-২৫ ইংরেজি সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বেলা ১২টায় নগরীর মেন্দিবাগস্থ ছালিম ম্যানশনের ২য় তলায় গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিলেট কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি চন্দন সাহা।

বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ ইংরেজি সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন। সভায় ২০২৩-২৪ ইংরেজি সালের গ্রুপের অডিটকৃত হিসাব অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী’র পক্ষে উপস্থাপন এবং ২০২৫-২৬ সালের সম্ভাব্য বাজেট অনুমোদনের জন্য পেশ করেন মো. জাকারিয়া ইমতিয়াজ জাকির। বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ কামাল উদ্দিন, এম এ হাসিম, হাজী দিলওয়ার হোসেন, আব্দুল মালিক মারুফ, এটিএম শোয়েব ও মোহাম্মদ আরিফ হোসেন। সভায় আলোচনার পর বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট ও সম্ভাব্য বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভা উপস্থাপনা করেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সচিব গুরুপদ দেব মোহিত।

সভায় সভাপতির বক্তব্যে চন্দন সাহা বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীরা আন্তরিকভাবে কাজ করছেন। ব্যবসায়ীরা যেন নিজ ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন সেজন্য ব্যবসাবান্ধব পরিবেশের গুরুত্ব অপরিসীম। তিনি সিলেটের সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সংকট ও সমস্যা মোকাবেলা করা সম্ভব। তিনি কয়লা অমদানীকারক গ্রুপের কার্যক্রম বেগবান রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সভা শেষে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নবনির্বাচিত ২০২৫-২৭ সেশনের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হাজী দিলওয়ার হোসেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি চন্দন সাহা, সিনিয়র সহ-সভাপতি মো. মঈন উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, অর্থ সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, আন্তর্জাতিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনিরুল হক, কার্যকরী সদস্য মোঃ শাহ আলম, মোহাম্মদ নিয়াজ উদ্দিন, মোহাম্মদ জুয়েল আহমেদ, রুবেল মিয়া, ছালিম উদ্দিন পারভেজ, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. শামীম আহমদ ও শাহাজ উদ্দিন আহমদ। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: