cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘুম থেকে ডেকে তুলে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই। নিহতের নাম জিলু রহমান (৫৫), তিনি একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
রোববার (২৫ মে) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘাতক জাহাঙ্গীর মিয়াকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। তিনি নিহতের চাচাতো ভাই।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে জাহাঙ্গীর মিয়াকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন জিলু রহমান। রাত ১টার দিকে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে তাকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে যান। পরে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই মারা যান জিলু।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। জানা যায়, কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে করা একটি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন জিলু রহমান। এর পর থেকেই জিলুর ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর। পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।