সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটের পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সিলেট ও সদর কোম্পানির পৃথক আভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শনিবার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানগুলো চালানো হয় সিলেট জেলার বিভিন্ন স্থানে।

র‌্যাব জানায়, বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবাসহ জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের মৃত মো. লতিফ আলীর পুত্র মো. মিনু মিয়া (৬০)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ স্থানীয় যুবক আব্দুল আহাদ (২৫)-কে আটক করা হয়।

এছাড়া, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—রায়হান মিয়া (৩৪), হারুন অর রশিদ (৪৪), আরিফ মিয়া (৩৫)। তিনজনই নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট অঞ্চলে র‌্যাবের ধারাবাহিক অভিযানে মাদকের বিরুদ্ধে জনমনে স্বস্তি ফিরছে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: