সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে নববর্ষ উদযাপনে অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার ::

আসন্ন বাংলা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সিলেট। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি বলেন, “নববর্ষের আনন্দে ভেসে উঠুক সারা জেলা, তবে তা যেন কোনোরকম বিশৃঙ্খলা বা অনভিপ্রেত ঘটনার জন্ম না দেয়।” তিনি নিরাপত্তার স্বার্থে প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী বহন না করার পরামর্শ দেন এবং সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, “বাংলা নববর্ষ শুধু উৎসব নয়, এটি বাঙালির প্রাণের সংস্কৃতি। এই উৎসবে সকল জাতিগোষ্ঠী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ একে আরও বর্ণিল করে তোলে।”

সভায় সিদ্ধান্ত হয়, জেলার সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্ত ও বস্ত্র শিল্প মেলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হবে।

পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, “নববর্ষের অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সতর্ক থাকতে হবে। জেলার কোথাও জুয়া বা অশ্লীলতা যেন নববর্ষের নামে স্থান না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

সিলেট জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন মহল বলছে, উৎসব হোক প্রাণের—কিন্তু হোক দায়িত্বশীলতার ছায়ায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: