cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে।
অভিযানটি চালানো হয় ১২ এপ্রিল রাত আনুমানিক ৩টায়, মাধবপুর থানাধীন ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত জাকির হোসেনের পুত্র মোঃ কবির হোসেন (২৬)-এর টিনসেডের কাঁচা বসতঘরে। অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ কবির হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও সমাজ থেকে মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই নীতির আলোকে ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, “সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে আমাদের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র্যাবের অভিযান চলমান থাকবে।”