সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাংবাদিক শাহজাহান কমর আর নেই

স্টাফ রিপোর্টার ::

দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কমর শাহজাহান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং বড়লেখা শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ সালাউদ্দিন মল্লিক। তিনি জানান, ঢাকা থেকে মরহুমের লাশ নিয়ে আমাদের সময়ের মফস্বল ডেস্কের সহকর্মীরা বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

মরহুম কমর শাহজাহানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বিকেল ৫টায় নিউজ উপজেলা বড়লেখার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বিয়ানীবাজার উপজেলার জলঢুপ সোনাতুলা জামে মসজিদ প্রাঙ্গণে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকায় কর্মরত ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।

শাহজাহান কমর’র মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নেতৃবৃন্দ তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: